নিজস্ব সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করেছে কক্সবাজার বন বিভাগের উখিয়া রেঞ্জ।
সোমবার রাত ১২:৩০ টায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গাজী মোঃ শফিউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটের জাদিমুড়া এলাকা থেকে বিট কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিনের সহযোগিতায় মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করা হয়। আটকৃত গাড়িটি বন মামলার প্রক্রিয়াধীন আছে।