সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ হামিদুল হক (২২) নামে মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার (২ জুন) রাত ১১ টার দিকে উপজেলার হলদিয়া পালং ইউপিস্থ কোর্টবাজার সংলগ্ন তচ্ছাখালী ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক মাদককারবারি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মৌলভী পাড়ার নুরুল আলম ও মনোয়ারা বেগমের পূত্র।
আটক ব্যক্তি জানায় সে দীর্ঘদিন সীমান্ত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫, কক্সবাজারের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।