মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কোহেলিয়া নদী থেকে মাহাবুব আলম (৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশের নদী থেকে মাহাবুবের লাশটি উদ্ধার করেন তাঁর আত্মীয়স্বজন। গত মঙ্গলবার সন্ধ্যায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত মাহাবুব উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিয়ার ছেলে।
মাহাবুবের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে কোহেলিয়া নদীর দারাখালের মোহনায় মাহাবুব তাঁর তিন সঙ্গী আবু তালেব, উকিল আহমেদ ও মোহাম্মদ আলীর সঙ্গে মাছ ধরতে যান। এরপর থেকেই মাহাবুবের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর আত্মীয়স্বজন নদীতে একাধিক নৌকা দিয়ে তল্লাশি চালান। এতেও খোঁজ না মেলায় ওই দিনই নিখোঁজ মাহাবুবের পরিবারের পক্ষ থেকে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।