নিজস্ব সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭ শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) রাত ৯ টার দিকে এসআই আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এস আই আল-আমিন রাইজিং কক্স কে জানায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত শাহপরী হাইওয়ে থানার সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক রোডে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার মনিরঘোনা এলাকার মোঃ খলিলের ছেলে মনজুর আলম (২০) ও আব্দুল জলিলের ছেলে আবদু রহমান (২৪) কে ২ হাজার ৭ শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।