উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬ শত ইয়াবাসহ মনজুর আলম (৩৭) নামে এক মাদক কারবারি কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে এস আই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
এসআই আল-আমীন জানান, উখিয়া থানাধীন ভালুকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ্বে জনৈক তারেক সওদাগর এর মুদির দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৬ শত ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করা হয়।
আটকৃত মাদক কারবারি উপজেলার গয়ালমারা এলাকার গোরা মিয়ার ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।