উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯ শত পিস ইয়াবাসহ মোঃ সাবের আহাম্মদ (২৩) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
সূত্র জানায়, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া আমগাছ তলা নামক স্থানে উখিয়া টু টেকনাফগামী রাস্তার মোহাম্মদ আলী ভিটায় যাওয়ার রাস্তার মুখে ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) ক্রয়-বিক্রয়ের সময় এক রোহিঙ্গা মাদক কারবারি কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক নং-বি/১৫ এর মোহাম্মদ ওয়ারেছ ও মৃত সলমা খাতুনের ছেলে।
আটক মাদক কারবারি জানায়, সে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
র্যাব-১৫, কক্সবাজারের সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।