1. kalamazad28@gmail.com : risingcox.com : Rising Cox
  2. msalahuddin.ctg@gmail.com : RisingCox :
  3. engg.robel@gmail.com : risingcoxbd :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

আফগানদের উড়িয়ে সিরিজ শুরু টাইগার যুবাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩ Time View

ক্রীড়া ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ১৬ রানে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। আগে ব্যাটিং করে বাংলাদেশ করে ১৫৪ রান। জবাবে আফগানিস্তান অলআউট হয়েছে ১৩৮ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৯ বলে ৫ রান করে বোল্ড হন ওপেনার মফিজুল ইসলাম রবিন। রানের খাতা খোলার আগেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন আরিফুল ইসলাম। ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

আইচ মোল্লা ও প্রান্তিক নওরোজ নাবিল তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন। ৩৮ বলে ২২ রান করে আইচ ক্যাচ আউট হন। অধিনায়ক এসএম মেহেরব হাসানের সাথে ১৬ রানের জুটি গড়তেই নাবিলও বিদায় নেন। ক্যাচ হয়ে মাঠ ছাড়ার আগে তিনি করেন ৭৮ বলে ৪২ রান।

নাবিল ফেরার পরে অধিনায়ক মেহেরব ছাড়া আর কোনো ব্যাটসম্যান ক্রিজে টিকতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৪৫ রানে হারিয়ে ফেলে ৯টি উইকেট। বিলাল সামির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে মেহেরব বোল্ড হলে ১৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ যুবদল।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক মেহেরব। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। আফগানিস্তানের পক্ষে সামি ৬.৩ ওভারে ২১ রান খরচায় নেন ৪টি উইকেট। এছাড়া শহিদউল্লাহ হাসানি ৩টি এবং ইজহারুল হক নাভিদ ২টি উইকেট নেন।

স্বল্প লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। সুলিমান আরবজাইকে এলবিডব্লিউ করেন রিপন মন্ডল। ইজাজ আহমেদকে আউট করে দ্বিতীয় উইকেট এনে দেন মেহেরব। টানা দুই ওভারে মোহাম্মদউল্লাহ নাজিবুল্লাহর ক্যাচ ছাড়ার পরে অবশেষে তার উইকেটটি পায় বাংলাদেশ। ৭৮ রানে পড়ে ৩টি উইকেট।

নাইমুর রহমান নয়নের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১০২ রানে ৬টি উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। তারপরে আক্রমণে আসেন রিপন। এই পেসার আউট করেন ৩৪ বলে ২৬ রান করা ন্যাঙ্গেয়ালিয়া খারোটেকে। ৩৪ বলে ১১ রান করা নাভিদকে আউট করে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দেন রিপন।

৪৮তম ওভারে সামিকে বোল্ড করে আফগানিস্তানের নবম উইকেটের পতন ঘটান আশিকুর জামান। ইয়ামা আরবকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন রিপন। রিপন শিকার করেন ৪টি উইকেট। আফগানিস্তান অলআউট হয়েছে ১৩৮ রানে।

১৬ রানের জয় নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৫৪/১০ (৩৮.৩ ওভার)
মেহেরব ৪৯, নাবিল ৪২;
সামি ৪/২১, হাসানি ৩/৩৮, নাভিদ ২/২৭।

আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল ১৩৮/১০ (৪৮.২ ওভার)
সুফি ৪৮, খারোটে ২৬;
রিপন ৪/২০, আশিকুর ২/২৫, নাইমুর ২/৩১।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৬ রানে জয়ী।

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2023 Rising Cox
Theme Customization By NewsSun