উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯ শত ৭০ পিস ইয়াবাসহ নুর বশর (৩১) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫ কক্সবাজার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী ব্রীজ এর পার্শ্বে অভিযান চালিয়ে ৯ হাজার ৯ শত ৭০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারি কে আটক করে র্যাব-১৫ এর সদস্যরা।
আটক রোহিঙ্গা উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প ১১, ব্লক জে-৩ এর মৃত নুরে আলম ও বেগম বাহারের পুত্র।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।