1. kalamazad28@gmail.com : risingcox.com : Rising Cox
  2. msalahuddin.ctg@gmail.com : RisingCox :
  3. engg.robel@gmail.com : risingcoxbd :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন

নাসুমের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং, শীর্ষস্থান হারালেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪ Time View

ক্রীড়া ডেস্ক : আইসিসি আজ (১৫ সেপ্টেম্বর) র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল হয়েছে। অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান, বোলারদের মধ্যে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ার সেরা অবস্থানে নাসুম আহমেদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। ৪র্থ ম্যাচে খেললেও উইকেটশুন্য থাকা সাকিব রান করেছিলেন ৮। তাই শীর্ষে থাকা মোহাম্মদ নবির সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান (-১০)।

এদিকে শেষ ম্যাচ না খেললেও ৪র্থ ম্যাচে ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। রেটিং পয়েন্ট কমলেও বোলারদের তালিকায় আগের মত ৯ নম্বরে আছেন সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টম ল্যাথামের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরা হওয়া নাসুম আহমেদ ক্যারিয়ার সেরা ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১৫ নম্বরে। নাসুম এগিয়েছেন ২৫ ধাপ। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন আরেক স্পিনার মেহেদী হাসান, এগিয়েছেন ৪ ধাপ। মোহাম্মদ সাইফউদ্দিনের অবস্থান ৩৪ নম্বরে, ৩৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭ নম্বরে আছেন শরিফুল ইসলাম।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-

১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৪১
২. বাবর আজম (পাকিস্তান)- ৮১৯
৩. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৩৩
৪. ভিরাট কোহলি (ভারত)- ৭১৭
৫. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭০০

৬. লোকেশ রাহুল (ভারত)- ৬৯৯

৭. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৬৯২
৮. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৬৭১
৯. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৪
১০. হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)- ৬৩৬।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-
১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৭৫
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৪৭
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭

৬. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৪৮
৮. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬২৬
৯. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬১১
১০. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬০৫

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২৮৫
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৭৫
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. খাওয়ার আলি (ওমান)- ১৫৯
৫. রোহান মোস্তফা (সংযুক্ত আরব আমিরাত)- ১৫২।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2023 Rising Cox
Theme Customization By NewsSun