নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার টাইপালং মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লোকমান (১২) নামের এক শিশুর অকাল মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মাদরাসা ছাত্র মোহাম্মদ লোকমান উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের নুর হোসেনের ছেলে এবং টাইপালং মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, হেফজ বিভাগ বন্ধ থাকলেও মাদ্রাসার পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করার সময় লোকমান পানিতে ডুবে যেতে দেখলে অন্য বন্ধুরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শুক্রবার সকাল ১০ টায় টাইপালং উত্তরকূল কবস্থান মাঠে জানাজা শেষে টাইপালং উত্তর কূল কবস্থানে তাকে দাফন করা হয়।