নিজস্ব সংবাদদাতা : কক্সবাজারের উখিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আনন্দ বড়ুয়া (২৫) নামে এক মাদক কারবারি ২ হাজার ইয়াবাসহ আটক হয়েছে।
১ অক্টোবর (শুক্রবার) বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার মহুরীপাড়াস্থ ব্রীজের উপরে এস আই মতিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক কারবারি রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার রায় মোহন বড়ুয়ার পুত্র।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।