নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরি শুটার গান ও ৩ রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ আনিস ওরফে সাজেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এস আই আল-আমিনের নেতৃত্বে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতুলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতুলি এলকার জাহেদ উদ্দিন ভুলুর পুত্র।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।