অনলাইন ডেস্ক : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলার তিন উপজেলা যথাক্রমে কক্সবাজার সদর, রামু এবং উখিয়া উপজেলার ২১টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা করবে জেলা আওয়ামী লীগ।
এ লক্ষ্যে আগামীকাল রবিবার সকাল ১০টায় কক্সবাজার শহরের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে তিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ ইউনিয়নের সকল দলীয় মনোনয়ন প্রত্যাশীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
