নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উখিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন, দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করেছে।