নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ আবদুস সালাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার রত্নাপালং ইউপিস্থ পশ্চিম রত্নাপালং কোর্টবাজার দক্ষিন স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে আসামির কাছ থেকে ৬ হাজার ৮ শত পিস ইয়াবা জব্দ করা হয়।
সূত্র জানায়, আটক মাদক কারবারি উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকার আমিন শরীফের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।