আমান উল্লাহ কবির, টেকনাফ থেকে: সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে একটানেই টানা জালে ধরা পড়লো সাত লাখ টাকার রাঙ্গা ছৈ বা সামুদ্রিক কোরাল মাছ। দ্বীপের জেলে মো. রশিদ ওরফে বাগ্গুলা রশিদ এর জালে (টানা জাল) ধরা পড়েছে ওই মাছ।
৩ নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে তিনটার দিকে সেন্টমার্টিনের উত্তর-পুর্ব সাগরে টানা জালে মাছ গুলো ধরা পড়ে।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা খোরশেদ আলম জানায়, প্রতিদিনের ন্যায় সেন্টমার্টিনের উত্তর-পুর্ব সাগরে রশিদ ওরফে বাগ্গুলা রশিদ টানা জাল পেতে ২০-২২ জন জেলে টানা জাল টানছিল। এক পর্যায়ে জাল তুলে দেখলো প্রতিটি জালে প্রায় ৫ কেজি ওজনের রাঙ্গা ছৈ বা সামুদ্রিক কোরাল মাছ। তখন সবাই খুশিতে আত্মহারা। বিষয়টি দ্বীপে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য সৈকতে ভীড় জমায়।
পরে গননা করে ২০৪ টি মাছ পাওয়া যায়। যা স্থানীয় এক মাছ ব্যবসায়ী ৭ লাখ টাকায় ক্রয় করেছে।