ক্রীড়া প্রতিবেদক, রাইজিং কক্স : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগের শেষ ম্যাচে আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
বিশাল জয়ের এই ম্যাচে কক্সবাজারের উখিয়ার মেয়ে শাহেদা আক্তার রিপা ও আফিদা খাতুনের হ্যাটট্রিক করেন। এ ছাড়াও জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, উন্নতি খাতুন, আনুচিং মগিনি ও স্বপ্না রানী। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
শাহেদা আক্তার রিপা ৫ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। সমান ম্যাচে ভারত ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নেপাল ৭, ভুটান ৩ ও শ্রীলঙ্কা কোনও পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ২২ ডিসেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে স্বাভাবিক বাংলাদেশ।