ক্রীড়া প্রতিবেদক : কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম আয়োজিত উপজেলা চ্যাম্পিয়নশিপ লীগের দ্বিতীয় ম্যাচে কলাতলী ক্রিকেট ক্লাবকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে উখিয়া উপজেলা ক্রিকেট দল।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের লিংকরোডস্থ আলবয়ান ইন্সটিটিউট খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস জিতে ব্যাট করতে নেমে উখিয়া উপজেলা ক্রিকেট দল বোরহান ২১ ও মিনহাজ ১৯ রানের সাহায্যে কলাতলী ক্রিকেট ক্লাবকে ৭৯ রানের টার্গেট দেয়। কলাতলীর পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন বাপ্পি। জবাবে ব্যাট করতে নেমে উখিয়া উপজেলা ক্রিকেট দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪০ রানে অলআউট হয়ে যায় কলাতলী ক্রিকেট ক্লাব। সামিন ৩ উইকেট, হেলাল ৩ উইকেট, আতিক ও মাজেদ ২ টি করে উইকেট নেন। ফলে উখিয়া উপজেলা ক্রিকেট দল জয় পায় ৩৮ রানে।
দুর্দান্ত বোলিংয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উখিয়া উপজেলা ক্রিকেট দলের শামিন।
উল্লেখ্য, আগামী ১ লা জানুয়ারি একই ভ্যানুতে চ্যালেঞ্জার খুরুশখুল ক্রিকেট একাডেমির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে উখিয়া উপজেলা ক্রিকেট দল।