নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭১ হাজার ৮ শত ৪৮ জন, যা উখিয়া উপজেলার মোট জনগোষ্ঠীর ৫৫ শতাংশ । শনিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত কক্সবাজার জেলায় ৮ উপজেলার মধ্যে সর্বোচ্চ টিকা নিয়েছেন উখিয়া উপজেলার মানুষ।

বিজ্ঞাপন
বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় তিনি আসন্ন ৩য় ঢেউ মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করে সবাইকে টিকা নেয়ার আহবান ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।