
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে স্থানীয় পরিবারের পাশে দাঁড়ায় “বাংলাদেশ লোকাল সোসাইটি হিউম্যান ওয়েলফেয়ার” নামক একটি স্থানীয় সংগঠন।
গত ১৭ জানুয়ারি (রবিবার) উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত স্থানীয় বাংলাদেশীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

বাংলাদেশ লোকাল সোসাইটি হিউম্যান ওয়েলফেয়ার’র পরিচালক মোঃ সাহাব উদ্দিন বলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর সহযোগিতায় শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাংলাদেশীদের মাঝে বাংলাদেশ লোকাল সোসাইটি হিউম্যান ওয়েলফেয়ার এর পক্ষ থেকে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, গত ২৫ শে মার্চ ২০২০ সালে “বাংলাদেশ লোকাল সোসাইটি হিউম্যান ওয়েলফেয়ার” সমাজ সেবার মহান উদ্দেশ্যে নিয়ে যাত্রা শুরু করে। সংগঠনটি ইতিপূর্বে উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে করোনাকালীন সময়ে দুস্তদের মাঝে খাবার বিতরণ, গাছের চারা বিতরণ, গ্রামীণ সড়ক সংস্কার, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকারণ বিতরণ, স্থানীয় নিরক্ষর নারীদের সাক্ষরজ্ঞানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে এ ধারা অব্যাহত থাকবে।
