রাইজিং কক্স ডেস্ক : অবশেষে মেরিন ড্রাইভ সড়কের মোহনা কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় থেকে দক্ষিণে জমজম হ্যাচারী পর্যন্ত সড়কটি পূণনির্মানের পর উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬ মাসে সড়কটির সংস্কার কাজ শেষ হয়েছে। ফলে কলাতলী সায়মান বীচ রিসোর্টের সামনের সমুদ্র সৈকত দিয়ে যানবাহন চলাচলের মেরিন ড্রাইভ সড়ক উঠার যন্ত্রণা লাগব হলো।
বৃহস্পতিবার ১৫ আগস্ট সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে সংস্কারকৃত সড়কটি উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, এডিসি (রাজস্ব) উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার, কাউন্সিলর রাজবিহারী দাশ, সালাউদ্দিন সেতু, ওমর ছিদ্দিক লালু, আইএম আকতার হোসেন, মিজানুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply