নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার কুতপালং মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসাইন (৪৫) মৃত আলী হোসাইনের ছেলে।
সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উখিয়ার কুতপালং মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের ওপরে থেকে ১ হাজার ৫ শত পিস ইয়াবাসহ আসামি আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।