উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : উখিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে। বুধবার রাত ১০ দিকে উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ দিদারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া দোকানের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটককৃত আসামী ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের শাকের আলীর ছেলে এলাকার চিহ্নিত মাদক সেবী ও মাদক ব্যবসায়ী শাহজালাল (৩০)।
অভিযানে নেতৃত্বধানকারী অফিসার দিদারুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ১ বছরের সাজা ওয়ারেন্ট, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।