বিনোদন ডেস্ক : এক সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সুস্মি রহমানের বড় পর্দায় অভিষেক হয় আসমানী নামে চলচ্চিত্রের মাধ্যমে। এরপর দায়মুক্তি নামে আরও একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।
এদিকে দীর্ঘ ৬ বছর পর ফের ছোট পর্দায় ফিরলেন সুস্মি রহমান। ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনে সরব হলেন তিনি।
আসছে ঈদুল আজাহার জন্য রাকিবুল হাসানের পরিচালনায় ‘বড় ভাইয়ের বিয়ে’ এবং দিপু হাজরার পরিচালনায় ‘ভাই ভীষণ পাওয়ারফুল’ নাটক দুটিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আরও বেশ কিছু নাটকের কাজ হাতে রয়েছে বলে জানালেন তিনি।

সুস্মি রহমান আরও বলেন, ‘সিনেমার কাজের জন্য দীর্ঘদিন নাটকে সময় দিতে পারিনি। আবার মহামারি করোনার তাণ্ডব তো ছিলই। তবে আবারও দর্শকের ভালোবাসায় নিয়মিত হচ্ছি রূপালি পর্দায়। এখন থেকে নাটক, সিনেমা ও বিজ্ঞাপন সবখানেই নিয়মিত কাজ করব।’
কথাপ্রসঙ্গে লাস্যময়ী সুস্মি বলেন, ‘বিরতির এই সময়ে শুটিং খুব মিস করেছি। সামনে আর সহজে থামছি না। ভালো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে চাই। আশা করছি আগের মতোই দর্শকের সাপোর্ট পাব।’
আরও জানালেন, ওয়েব ফিল্মেও কাজের ইচ্ছে রয়েছে তার। বললেন, ‘এখন তো ওটিটির জন্য দেশে অনেক ভালো কনটেন্ট নির্মিত হচ্ছে। পরিচালকদের সঙ্গে মিটিং চলছে নতুন কাজের ব্যাপারে।’