নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৫ মে) সকালে উখিয়ার কোর্টবাজার স্টেশনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে বৈষম্যমূলক নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নোটিশে উখিয়া ও টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের অংশ করতে দিচ্ছে না। যা বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ। অবিলম্বে উক্ত বৈষম্যমূলক নোটিশ প্রত্যাহার করে পুনরায় নোটিশের মাধ্যমে উখিয়া টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।’
মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে ইমরান আল মাহমুদ, প্লাবন বড়ুয়া, সাইফুর রহমান, শেখ সাঈদী, রিফাত আলম, জিয়াউল করিম, আনোয়ার শাহ, জাহেদুল ইসলাম তারেক, মো. শাহজাহান, আলা উদ্দিন, সুজা উদ্দিন মানিক, শিরিন জাহান, সাদিয়া আক্তার, নাসরিন সুলতানা, মোহাম্মদ তৌহিদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।