এম. সালাহ উদ্দিন আকাশ, রাইজিং কক্স : বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজাপালং ইউনিয়ন পর্যায়ে দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ৪-০ গোলে হারিয়েছে দুছরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল।
মঙ্গলবার (৭ জুন) বিকালে উখিয়া মিনি স্টেডিয়ামে প্রথম রাউন্ডের এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ জয়ের ফলে তারা দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে অপরদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আগামী বুধবার (৮জুন) বিকাল ৪টায় একই মাঠে দ্বিতীয় রাউন্ডে হাতিমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে দুছরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিনন্দন অবহেলিত জনপদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দুছরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে দুছরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউর রহমান বলেন, স্কুলের শিক্ষার্থীরা দারুণ খেলে বড় জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে এতে আমরা আনন্দিত। দ্বিতীয় রাউন্ডে আমরা জয়ের আশায় মাঠে নামবো, সকলের কাছে দোয়া ও সহযোগিতা আশা করছি। সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য খেলার পরিচালকসহ কমিটি সংশ্লিষ্ট সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।