নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিন হত্যায় জড়িত সন্দেহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান)।
১১ জুন (শনিবার) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- ১৯নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোঃ সলিম এর ছেলে মোঃ হাসিম (৪০), ১৬নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মো: জাবের (৩২) ও একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)। তাঁরা সবাই এজাহারভুক্ত আসামী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯জুন উখিয়ার ১৮নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় মাঝি আজিম উদ্দিন নিহত হয়। এ ঘটনায় তার স্ত্রী সমসিদা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন।