সংবাদ বিজ্ঞপ্তি: কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা ও কক্সবাজারের সাড়া জাগানো কবি মানিক বৈরাগীর ৭ম কাব্যগ্রন্থ একলব্যের আঙুল প্রকাশিত হয়েছে। চট্টগ্রামের চন্দ্রবিন্দু প্রকাশনী থেকে প্রকাশিত এ গ্রন্থে ফুল ও কাটা নামক দুইটি পর্বে ৪১টি কবিতা স্থান পেয়েছে। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। ২০০ টাকা মূল্যের এ বইটি চন্দ্রবিন্দু, বাতিঘর, রকমারী, ইস্টিশন সহ দেশের অভিজাত বইয়ের দোকানসমূহে পাওয়া যাচ্ছে।