রাইজিং কক্স প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার তিনটি বাজারের বিভিন্ন মার্কেটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাব-১৫ এর সহযোগিতায় অবৈধ মোবাইল ফোন ও অবৈধ সিম বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে ১৪২টি অবৈধ মোবাইল ফোন ও ৩২ টি সিম জব্দ করা হয়েছে। ১৫ টি মামলায় ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ২৭ ও ২৮ জুলাই উখিয়া উপজেলা কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন এর নেতৃত্বে বিটিআরসির অ্যানফোর্সমেন্ট টিম ও র্যাব-১৫ এর সহযোগিতায় পৃথক দু’টি অভিযান পরিচালিত হয়।
মো. তাজ উদ্দিন রাইজিং কক্স কে জানান, অভিযানের প্রথম দিনে উপজেলার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ১০টি মামলায় ৪ লাখ টাকা জরিমানা ও ১১০টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। দ্বিতীয় দিনে উখিয়া সদর স্টেশন ও কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি মামলায় ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ৩২ টি অবৈধ সিম এবং ৩২টি অবৈধ মোবাইল জব্দ করা হয়।