বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় শিল্পী সিয়াম মৃধা ও জেবা জান্নাত। তরুণ মেধাবী ও পরিশ্রমী নাট্য পরিচালক মো: ইয়াসির আরাফাতের হাত ধরে এই প্রথম “টিকটক স্টার যখন ছাত্রী” নামের একটি একক নাটকে জুটিবদ্ধ হয়েছেন এই জুটি। নাটকটিতে আরো অভিনয় করেছেন আতিকা আফসানা, মোশারফ হোসেন, নাসরিন সুলতানা সহ আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন সরকার মিডিয়ার কর্ণধার ” সরকার সুমন”।
পরিচালক মো: ইয়াসির আরাফাত রাইজিং কক্স কে জানান, “টিকটক স্টার যখন ছাত্রী” নাটকটি সময় উপযোগী মজার একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। তিনি আশা করছেন দর্শকরা নাটকটি পছন্দ করবেন। “ক্রিয়েশন বক্স” প্রোডাকশন হাউস থেকে নির্মিত নাটকটি শীগ্রই সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার হবে।