1. kalamazad28@gmail.com : risingcox.com : Rising Cox
  2. msalahuddin.ctg@gmail.com : RisingCox :
  3. engg.robel@gmail.com : risingcoxbd :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন

উখিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮ Time View
বক্তব্য রাখছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। 
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ, কেক কাটার মধ্য দিয়ে ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে৷

২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪টায় উখিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী৷
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ কে নিয়ে যদি কোন কুচক্র দেশে চক্রান্ত করে তবে সেটি শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছে বলেই তার কর্মে বাংলাদেশ আজ বিশ্বে এতো সম্মানিত।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য সালাহ উদ্দিন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মনজুর, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, রাজাপালং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহিম এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷
আলোচনা শেষে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মওলানা জাফর আলম। দোয়া মুনাজাত শেষে উপস্থিত সবাইকে নিয়ে প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়৷
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2023 Rising Cox
Theme Customization By NewsSun