বিনোদন ডেস্ক, রাইজিং কক্স : আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রথম রানারআপের মুকুট জিতলেন বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা সোনিয়া জারা। বাংলাদেশ ও ভারতের সুন্দরী প্রতিযোগিতায় অংশ গ্রহণে কলকাতায় অনুষ্ঠিত হলো ‘বর্ষা সুন্দরী অপরুপা’।
গতবছরের শেষ দিকে ‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রতিযোগিতা জন্য বাংলাদেশ ও ভারতের জন্য ৪০ হাজারের অধিক সুন্দরী তরুণী নিবন্ধন করেন। এর মধ্যে থেকে বাংলাদেশ ও ভারত ৪৫০ জন করে প্রাথমিকভাবে চুড়ান্ত করা হয়। এদের মধ্যে থেকে সেরা দশ নির্বাচন করা হয়। বাংলাদেশ ও ভারতের সেরা নিয়ে কলকাতায় ২০ জানুয়ারি থেকে শুরু হয় চুড়ান্ত প্রতিযোগিতা।
‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রতিযোগিতা গ্রুমিং বিভিন্ন বিষয়ে গ্রুমিং করান বাংলাদেশ ও ভারতের বিখ্যাত মিডিয়া ও স্বনামধন্য ব্যক্তিত্বরা। এগুলোর মধ্যে ইয়গা ও এথলেটিক্স ,ফ্যাশন শো, অভিনয়, নৃত্য ও মিটিভেশন বক্তৃতা ইত্যাদি।
‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রতিযোগিতা ফ্যাশন কোরিওগ্রাফি করান বাংলাদেশর ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেন ও ভারতের ফ্যাশন কোরিওগ্রাফার অঞ্জন কর।
বেস্ট ফ্যাশন ক্যাট ওয়াক ‘বর্ষা সুন্দরী অপরুপা’ অর্জন করে নেন সোনিয়া জারা। ফ্যাশন ক্যাট ওয়াক এর জন্য সবার থেকে প্রসংশিত ও নজর কাড়েন।
‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রতিযোগিতা চুড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ চিত্রনায়ক নিরব হোসেন ও রোমিন রাহান ও ফিরোজ খাঁন। ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানাজী, সুদীপ্তা সেন, কনিকা ব্যানাজী ও কৌশানী মুখার্জি সহ আরো মিডিয়া ব্যক্তিত্ব।
চুড়ান্ত পর্বে সেরা দশ প্রতিযোগীকে নিয়ে গালা নাইট অনুষ্ঠিত হয়। গালা নাইটে সোনিয়া জারা আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রথম রানারআপ জিতে নেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত।
সোনিয়া জারাকে প্রথম রানারআপের ক্রাউন পরিয়ে দেন মিডিয়ায় ব্যক্তিত্ব ও স্বনামধন্য ব্যাবসায়ী সৌরভ সিকদার। সমিষ্টা ঘোষের তত্ত্বাবধান ‘বর্ষা সুন্দরী অপরুপা’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মিডিয়া পার্টনার হিসেবে প্রচার করছেন বাংলাদেশের ‘এটিএন বাংলা’ ও কলকাতা ‘কলকাতা টিভি’। “কলকাতা টিভি “চ্যানেল ভারতেও “এটিএন বাংলা” বাংলাদেশ পর্ব আকারে প্রচার করছে।
সোনিয়া জারার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা গুলো হলো “ফেরারী”, “টাল-মাতাল”, “পলকে পলকে তোমাকে চাই”, “ভালবাসি তাই ভালবাসে যাই”, “ভাইয়ারে”, “শুটার”, “রোভেন কেন অশান্ত”, “দাগী আসামি”,”কি করে ভুলি তোরে”।
তাঁর মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলো হলো “ভাইয়ের”, “শুটার” ও “পলকে পলকে তোমাকে চাই”।
সোনিয়া জারা আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বলেন, এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে রিপেজেন্ট করতে পেরে আনন্দিত ও গর্বিত, এ সম্মাননা ও অর্জন বাংলাদেশের। প্রথম রানারআপ হয়ে বাংলাদেশে মুখ উজ্জ্বল করতে পেরে নিজেকে ভাগ্যবাতী লাগছে। আমার এতো দিনের পরিশ্রম ও ত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি।
সোনিয়া আরো বলেন, আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় “বষা সুন্দরী অপরুপা” প্রথম রানারআপ হয়ে উচ্ছসিত। দেশের বাইরে থেকে এ সম্মাননা দেশের জন্য অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ সম্মান বাংলাদেশের তরুণী সুন্দরী জন্য আরো উৎসাহিত করবে।
সোনিয়া জারা বলেন, এ অর্জন বাংলাদেশ ও ভারতের সেতু বন্ধনে আরো সুদৃঢ় করবে। বাঙালিদের সীমারেখাহীন এক সংস্কৃতি ও বিনোদনে এ উদ্যোগ ও অর্জন বিশেষ ভূমিকা রাখবে। আমি বাংলা ও বাঙালির সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরতে চাই।
সোনিয়া জারা বলেন, আগে থেকেই ভারতের সিনেমা ও ব্যান্ডের মডেল হিসেবে কাজের প্রস্তাব পেতাম, প্রতিযোগিতায় অংশ গ্রহণ ও চ্যানেলে প্রচারিত হওয়ার পর আরো বেশী করে কাজের প্রস্তাব পাচ্ছি। কলকাতা ও বাংলাদেশে দুই জায়গায় এক সাথে অভিনয় করতে চাই। বাংলাসহ অন্যান্য ভাষা ও চলচ্চিত্র প্রস্তাব আসছে, সেখানে কাজ করার সুযোগ হলে অবশ্যই করবো। বাংলাদেশ ও ভারতে দুই দেশে অভিনেত্রী হিসেবে কাজ করে যেতে চাই।
Leave a Reply