রাইজিং কক্স প্রতিবেদক : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তারা। সেসব ভাষাশহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাব।
দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি শফিক আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক এইচ কে রফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর শাহারিয়ার, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনিবুল আলম রাহাত, সদস্য রিদুয়ান সোহাগসহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply