নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উখিয়া কলেজ গেইটের বিপরীতে মেসার্স নূরুল আলম এন্টারপ্রাইজের সামনে থেকে আটক করা হয়।
আটক যুবক, টেকনাফের পুরাতন পালং পাড়া এলাকার সুলতাম আহমদের পুত্র জাহিদ হোসেন (২২)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, র্যাবের চৌকস আভিযানিক দল উখিয়ায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৩শ ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে। সে টেকনাফের বাসিন্দা। সুকৌশলে ইয়াবা ক্রেতার কাছে সরবরাহ করার জন্য সেখানে অবস্থান নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বেশি দামে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply