ক্রীড়া ডেস্ক : প্রথম ওয়ানডে শেষ হতেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়, পেসার রেজাউর রহমান রাজা এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দীর্ঘ বিরতির পর ফিরেছেন রনি তালুকদার। জাতীয় দল থেকে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারীকেও ফেরানো হয়েছে।
এবারের বিপিএলে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেন তৌহিদ হৃদয়। তার ম্যাচ উইনিং নক ব্যাপক প্রশংসা আদায় করে নিয়েছে। অন্যদিকে বাঁহাতি স্পিনার তানভীর এবারের বিপিএলে ওভারপ্রতি ৬.৩৬ রান দিয়ে শিকার করেছেন ১৭ উইকেট। যেটা যৌথভাবে আসরে সর্বোচ্চ। এই দুজনের চেয়ে পারফর্মেন্সে পিছিয়ে আছেন শামীম পাটোয়ারী। বিপিএলে ৮ ইনিংস ব্যাট করে করেছেন ১৭৫ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৫.৬৫। একটি ম্যাচে ৭১ রান করে দলকে জেতান। ম্যাচ জেতানো একটি ইনিংসেই করেন ৭১ রান।
রনি তালুকদার বরাবরই টি-টোয়েন্টির জন্য কার্যকর ব্যাটার। এবারের বিপিএলে ৩৫.৪১ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান। ৩২ বছর বয়সে তিনি জাতীয় দলে ফিরলেন। বিপিএলের ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডের নিয়মিত পেসার রেজাউর রহমান রাজা। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেন চৌধুরী। প্রত্যেকেই বাজে পারফর্মেন্সের কারণেই বাদ পড়েছেন, তাই প্রশ্নের কোনো অবকাশ নেই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম।
Leave a Reply