রাইজিং কক্স ডেস্ক : ফটিকছড়ির তিন জায়গায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে পৃথক এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমান উল্লাহ রানা, মহিউদ্দিন, সুরাজউর হোসাইন, আমান উল্লাহ আমান ও আজগর।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, ফটিকছড়ির নাজিরহাট, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ও মাইজভান্ডার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।