উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ১৯,৫১০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।
উপজেলার পালংখালী থেকে র্যাব-১৫ অভিযান চালিয়ে ৯,৫৭০ (নয় হাজার পাচশত সওর) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে নবগঠিত র্যাব পনের।
আটককৃত ব্যক্তি হলেন মোহাম্মদ ইদ্রিস। সে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা আলতাজ মিয়ার ছেলে।উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাতচল্লিশ লক্ষ পচাশি হাজার টাকা বলে র্যাব জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে এ অভিযান চালানো হয়। র্যাব সূত্রে জানা গেছে পালংখালীর গয়ালমারা জামে মসজিদ এর সামনে কক্সবাজার -টেকনাফ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় -বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিওিতে র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক কে আটক করেন।
বৃহস্পতিবার রাত এগারোটার সময় উখিয়ার জামতলী বাজার এলাকা থেকে ৯,৯৪০ (নয় হাজার নয়শত চল্লিশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা সহ আরেক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হলেন নুরুল হক। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সতের এর সৈয়দুল হকের ছেলে । উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এ ব্যাপারে শুক্রবার রাতে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার রাত এগার টার দিকে র্যাব-১৫ এর পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত পাঠানো প্রেস নোট থেকে এ তথ্য জানা গেছে।