রাইজিং কক্স ডেস্ক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসকের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের সার্জারি বিভাগের ২৪ নম্বর ওয়ার্ডের রেজিস্টার ডা. উদয় শংকর সরকারের ডেঙ্গু শনাক্ত হয়।
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপের পর এই প্রথম চমেক হাসপাতালের কোনও চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হলেন।
হাসপাতালের পরিসংখ্যান শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপসর্গ দেখা দেওয়ার পর ডা. উদয় শংকর সরকার ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করান। রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ আসে। এরপর শনিবার সকালে তিনি ছুটির আবেদন করেন।
ডা. উদয় শংকরের ডেঙ্গু শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেডিসিন বিভাগের সহকারি রেজিস্টার ডা. ইমন দাশ।