রাইজিং কক্স : উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুরের নির্দেশে ২৭ আগস্ট রাত ২টা ৩০মিনিটের দিকে এস আই আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে উখিয়া থানার একদল পুলিশ।
থানাসূত্র জানিয়েছে, জি আর ১৬৪/৮৯ (টেকনাফ) ধারা ৩০২/১০৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পালংখালীর মৃত- মৌলভী রশিদ আহাম্মদ এর পুত্র আনিছ মিয়া ও সি আর ৬৯/১৭ মামলার অপর আসামী পালংখালীর মৃত- আমির হোসেন এর পুত্র সিকান্দার কে গ্রেফতার করেন উখিয়া থানা পুলিশ।
এ খবর নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর।