রাইজিং কক্স ডেস্ক : উখিয়া থানা পুলিশ বালুখালী পানবাজার এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে আকবর আহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এসময় তার দেহ তল্লাশি চালিয়ে শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার উপ-পরিদর্শক এস.আই মোর্শেদ। তিনি আরো জানান- তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ইয়াবা পাচারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তার কাছ থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।