রাইজিং কক্স ডেস্ক : টেকনাফের হ্নীলা মৌলভী বাজারে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
১ সেপ্টেম্বট রাতের প্রথম প্রহর সোয়া ১টায় র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়ায় নুর হোসেনের বসত-বাড়ি তল্লাশী করে শপিং ব্যাগে অভিনব কায়দায় লুকানো ২৪ হাজার ৮শ ৬০পিস ইয়াবাসহ নুর হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪৮) কে আটক করে।
আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত মহিলাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে মিডিয়া সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।