রাইজিং কক্স ডেস্ক : রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
মঙ্গলবার সকালে সিলেট নগরীর ঐতিহাসিক ক্বীনব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মিলার আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারকেই কাজ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ নগরভবনের কমকর্তারা।