উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : সামগ্রিক কর্মদক্ষতা মুল্যায়নে শুদ্ধাচার পুরস্কার পেলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
রবিবার কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কেন্দ্রে শুদ্ধচার পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন স্যার ও জেলা প্রশাসন পরিবারকে ধন্যবাদ, আমি চেষ্টা করেছি সরকারের একজন কর্মচারী হয়ে সর্বদা সরকারের বিধিবিধান মেনে কাজ করার। ২০১৭ সালের রোহিঙ্গা সমস্যার শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কার্যক্রমে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। রোহিঙ্গাদের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রতিটি ফোরামে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এ পুরস্কার উপজেলা প্রশাসনের সকল কর্মচারীর। নিজের দায়িত্ব পালনের এ স্বীকৃতি সামনের জীবনের পাথেয় হয়ে থাকবে।
এছাড়াও শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসন, কক্সবাজার এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মিজানুর রহমান।