আবদুল মালেক সিকদার, রামু (কক্সবাজার) থেকে : কক্সাবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার শামশুল আলমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে চালিয়ে ১২ হাজার ইয়াবা, ইয়াবা পাচারের লোহার পাইপ, অন্যান্য সরঞ্জামসহ ৪ জন কে আটক করেছেে রামু থানা পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টার থেকে রাত ৮ টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার কক্সবাজার সদর সার্কেল আদিবুল ইসলাম নেতৃত্বে রামু থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের, তদন্ত ওসি এস,এম, মিজানুর রহমান, এস আই মংচাই, এস আই মামুন, এ এস আই দেলোয়ারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হল চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকার মৃত হাজী মকবুল আহমেদের ছেলে শামসুল হক প্রকাশ শামশু, আব্দুল মালেকের ছেল মঞ্জুর আলম, মিরসরাই ১৩ নম্বর মায়ানী সৈয়দ আলী গ্রামের মৃত শাহা জামালের ছেলে শাহাদাত হোসেন, চট্টগ্রাম বন্দর মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মহসিন চৌধুরী।
রামু থানার অফিসার ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, ঢাকা পাচারের জন্য শামসুল আলমের বাড়ির একটি কক্ষে লোহার পাইপের ভিতরে ইয়াবা ঢুকিয়ে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছিল খবর শুনে অভিযান চালিয়ে আমরা ইয়াবাসহ তাদের কে আটক করি, এ ব্যাপারে রামু থানায় মাদক দ্রব্য আইনে মামলা রজু করা হয়েছে।
Leave a Reply