ক্রীড়া ডেস্ক, রাইজিং কক্স : বড় জয়ে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফর শুরু করল। শুক্রবার ক্যান্টেবুরিতে এক দিনের প্রস্তুতি ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিমের দারুণ এক সেঞ্চুরিতে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ যুবারা। এরপর বোলারদের দাপটে থমকে যায় কিউই যুবারা। বৃষ্টি আইনে ১৪৬ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু উদ্বোধনী জুটি ভালো হয়নি যুবাদের। পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তানজিদ তামিম খেলেন ১০২ রানের দারুণ এক ইনিংস। তার সঙ্গে ইমন খেলেন ৪২ রানের ইনিংস। এরপর হৃদয় ও শাহাদাত ফিফটি তুলে নেন। তারা যথাক্রমে ৫২ ও ৫৭ রান করে আউট হন। শেষদিকে আকবর ২২ এবং শামিম করেন ৪২ রান। বড় সংগ্রহ পায় যুবারা।
ওই রান তাড়া করতে ক্যান্টেবুরির যুবারা ব্যাট করতে নামলে বৃষ্টি নামে। ওভার কমিয়ে করা হয় ৪৫। কিউই যুবাদের লক্ষ্য দেওয়া হয় ৩৪৪ রানের। নির্ধারিত ওই ওভারে ক্যান্টেবুরির যুবারা ৭ উইকেট হারিয়ে করতে পারেন ১৯৭ রান। বাংলাদেশ জয় পায় ১৪৬ রানের বড় ব্যবধানে।