বিশেষ সংবাদদাতা : বর্জ্যকে সম্পদে পরিনত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিপাদ্য বিষয়ে “আজ ০৭ অক্টোবর বিশ্ব বসতি দিবস-২০১৯” উপলক্ষে বর্নাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এবং জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার মহেশখালী আসনের বর্তমান সংসদ সদস্য, কক্সবাজার জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, নগর উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এর কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ও কক্সবাজার জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, নগর উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার এর সহযোগিতায় এ দিবসটি পালিত হয়।