ক্রীড়া ডেস্ক, রাইজিং কক্স : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে এ তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও টিসি স্পোর্টস।
প্রসঙ্গত, পাঁচটি ক্লাবের ৮টি দল নিয়ে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়োজনে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।