উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় নতুন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) উখিয়া হিসেবে রবিবার (২০ অক্টোবর) যোগদান করেছেন মোহাম্মদ আমিমুল এহসান খান। তিনি সাবেক সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম মহোদয়ের স্থলাভিষিক্ত হলেন।
তিনি এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিষয় নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন,তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়।
নবযোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য উখিয়ায়বাসীর কাছে দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, মোঃ ফখরুল ইসলাম সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দীর্ঘ ১১মাস উখিয়ায় কর্মরত ছিলেন, তিনি অাজ ২১ অক্টোবর (সোমবার) চট্টগ্রামের অানোয়ারা উপজেলায় সহকারি কমিশনার( ভূমি) হিসেবে যোগদান করেন।