ক্রীড়া ডেস্ক, রাইজিং কক্স : দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। আজ মিরপুরে অনুশীলনে নেমে পড়েন জাতীয় দলের খেলোয়াড়রা।
তবে অনুশীলনে দেখা যায়নি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি আজ সকালে ঢাকায় আসেন। আর বিকালে খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে নেমে পড়েন তিনি।
ভারত সফর সামনে রেখে আজ থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। ৩রা নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।