উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৯৫০পিচ ইয়াবাসহ আবদুল গফুর (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে। সে টেকনাফ কাটাবুনিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
বুধবার দুপুর দেড় টার দিকে ইয়াবাসহ এই পাচারকারীকে বিজিবি আটক করে।
কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক তাজমিলুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি মাইক্রোবাসে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ পাচারকারীকে আটক করা হয়। আটক ইয়াবার মূল্য প্রায় ৯লাখ টাকা। ধৃত ইয়াবাসহ পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।